জয়পুরহাট সমিতির হুইল চেয়ার বিতরণ

জেলা শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে ঢাকাস্থ জয়পুরহাট
সমিতির আয়োজনে জয়পুরহাটের বিভিন্ন উপজেলার অসহায় শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে ।
হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে ঢাকাস্থ জয়পুরহাট সমিতির সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন মোস্তফা কামাল চপল, ইফতেখারুল আরেফিন রূপম, ওবায়দুর রহমান, মাহবুব হাফিজ, এনানুল হক, সানোয়ার হোসেন প্রমূখ। এ ছাড়াও জয়পুরহাট জেলার বেশ কিছু মানবিক ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জয়পুরহাট সমিতি প্রতিবছরই নিজ উদ্যোগে জেলার অসহায় মানুষের জন্য বিনামুল্যে বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করে থাকে এবং ভবিষ্যতেও অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে বলেও জানান সমিতির নেতৃবৃন্দ। ২০ জনের মাঝে ওই হুইল চেয়ার বিতরণ করা হয়। (বাসস)