রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্করের সাথে মঙ্গলবার আলোচনায় বসতে যাচ্ছেন। খবর তাসের।
খবরে বলা হয়, রাশিয়া ও ভারতের শীর্ষ কূটনীতিকরা নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছেন। লাভরভ গত এপ্রিলে সর্বশেষ নয়াদিল্লি সফর এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী ২০২১ সালের জুলাইয়ে রাশিয়া সফর করেন।
দ্বিপাক্ষিক সফর ছাড়াও, এই দুই মন্ত্রী আন্তর্জাতিক বিভিন্ন স্থানে বহুপাক্ষিক ইভেন্টের সময় দেখা করার প্রতিটি সুযোগ কাজে লাগিয়ে আসছেন। তারা সর্বশেষ সেপ্টেম্বরের শেষের দিকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনের ফাঁকে সাক্ষাত করেন।
জয়শঙ্কর রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী ডেনিস মান্টুরভের সাথেও সাক্ষাত করবেন এবং বাণিজ্য, অর্থনৈতিক, বৈজ্ঞানিক, প্রযুক্তিগত ও সাংস্কৃতিক সহযোগিতার জন্য ভারত-রাশিয়া আন্ত:সরকারি কমিশনের বৈঠকে অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, ‘উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক যোগাযোগের ধারাবাহিকতায় এই সফর হবে’।