জয় থেকে ৪ উইকেট দূরে বাংলাদেশ

নিউজিল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্ট জিততে আর মাত্র ৪ উইকেট প্রয়োজন স্বাগতিক বাংলাদেশের।
বাংলাদেশের ছুঁেড় দেওয়া ১৩৭ রানের জবাবে ৬ উইকেটে ৯০ রান তুলে চতুর্থ দিনের চা-বিরতিতে যায় নিউজিল্যান্ড। ৪ উইকেট হাতে নিয়ে আরও ৪৭ রান করতে হবে কিউইদের।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ দিনের প্রথম সেশনে নিউজিল্যান্ড স্পিনার আজাজ প্যাটেলের ৬ উইকেট শিকারে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৪৪ রানে অলআউট হয় বাংলাদেশ। এতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট জিততে ১৩৭ রানের টার্গেট পায় নিউজিল্যান্ড।

জবাব দিতে নেমে মিরাজ-তাইজুল ও শরিফুলের তোপের মুখে পড়ে নিউজিল্যান্ড। টম লাথামকে ২৬, হেনরি নিকোলসকে ৩ ও ড্যারিল মিচেলকে ১৯ রানে আউট করেন মিরাজ।
কেন উইলিয়ামসনকে ১১ ও টম ব্লান্ডেলকে ২ রানে বিদায় করেন তাইজুল। ডেভন কনওয়েকে ২ রানে থামান শরিফুল।

গ্লেন ফিলিপস ১৭ ও মিচেল স্যান্টনার ৯ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের মিরাজ ৩টি, তাইজুল ২টি ও শরিফুল ১টি উইকেট নেন।
প্রথম ইনিংসে বাংলাদেশের ১৭২ রানের জবাবে ১৮০ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। (বাসস)