জরুরি বৈঠক আহ্বান মির্জা ফখরুলের

বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে জরুরি বৈঠক ডেকেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামি ১ এপ্রিল সন্ধ্যা ৭ টায় গুলশানে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

খালেদা জিয়ার প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, দলের স্থায়ী কমিটির সকল সদস্য, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা, যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদকরা বৈঠকে উপস্থিত থাকবেন।

জানা গেছে, চলমান রাজনৈতিক পরিস্থিতি, বেগম জিয়ার মুক্তি ও সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে এ বৈঠকে আলোচনা হতে পারে।

এস/