আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)’র সদস্যভূক্ত দেশগুলো রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর বৈশ্বিক তেলের বাজার স্থিতিশীল রাখতে ছয় কোটি ব্যারেল তেল ছাড় করার ব্যাপারে মঙ্গলবার সম্মত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, জরুরি ভিত্তিতে ছাড় করা এসব তেলের অর্ধেকের যোগান দেবে যুক্তরাষ্ট্র। খবর এএফপি’র।
স্টেট অব ইউনিয়নে দেয়া প্রথম ভাষণে বাইডেন কংগ্রেস সদস্যদের বলেন, ‘আমি ঘোষণা দিচ্ছি যে যুক্তরাষ্ট্র সারাবিশ্বের মজুত থেকে ছয় কোটি ব্যারেল তেল ছাড়ের ব্যাপারে অন্য দেশগুলোর সাথে কাজ করে যাচ্ছে। আমেরিকা এই প্রচেষ্টায় নেতৃত্ব দেবে। এক্ষেত্রে তারা তিন কোটি ব্যারেল তেল ছাড় করছে।’
তিনি আরো বলেন, ওয়াশিংটন প্রয়োজনে আরো কিছু করতে প্রস্তুত রয়েছে।
এ বিবৃতিতে বলা হয়, বৈশ্বিক তেলের বাজারে একটি ঐক্যবদ্ধ ও কঠোর বার্তা দেয়ার লক্ষ্যে আইইএ’র গভর্নিং বোর্ডের ৩১ সদস্য দেশ এ দিনের গোড়ার দিকে এমন সিদ্ধান্ত গ্রহণ করে। এতে ইউক্রেন সংঘাতের ফলে বৈশ্বিক তেলের বাজারে জ্বালানি তেলের ঘাটতি হবে না।