এখন থেকে সব জরুরি সেবা মিলবে একটি মাত্র হটলাইনে। জনগণের ভোগান্তি কমাতে এবং সব ধরনের সহায়তা একসঙ্গে পেতে এই হটলাইন চালু করছে সরকার।
৯৯৯ নম্বরে ডায়াল করে একসঙ্গে পুলিশি সহায়তা, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স সেবা পাওয়া যাবে।
৮ অক্টোবর রোববার সচিবালয়ে হটলাইন চালু সংক্রান্ত এক মতবিনিময় সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এ কথা জানান।
এসময় তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সেবা সুরক্ষা সচিব ফরিদ উদ্দীন আহমেদ, পুলিশের মহাপরিদর্শক (আইপিজি) এ কে এম শহীদুল হক, আইসিটি সচিব প্রমুখ উপস্থিত ছিলেন।
জুনাইদ আহমেদ পলক বলেন, প্রধানমন্ত্রীর তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নির্দেশনায় আমরা দীর্ঘ একবছর এই জরুরি সেবা নিয়ে কাজ করছি। শিগগির তার সুফল পাওয়া শুরু হবে।
আজকের বাজার:এলকে/এলকে ৮ অক্টোবর ২০১৭