বিশ্বব্যাংক গ্রুপের (ডব্লিউবিজি) প্রেসিডেন্ট ডেভিড মালপাস শুক্রবার বলেছেন,করোনাভাইরাসের (কোভিড-১৯) বিরুদ্ধে লড়াইয়ে সহায়তার জন্য এপ্রিলের শেষ দিকে বিশ্বের ১০০টিরও বেশি দেশে জরুরি স্বাস্থ্য কার্যক্রম শুরু করতে যাচ্ছে ডব্লিউবিজি।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং ডব্লিউবিজি’র বৈঠক চলাকালীন এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মালপাস বলেন, ‘করোনাভাইরাস মোকাবিলায় বিশ্বব্যাংক দ্রুত এবং বিস্তৃত নানা পদক্ষেপ গ্রহণের দিকে মনোনিবেশ করেছে।’
করোনাভাইরাসের কারণে বিভিন্ন দেশ যে স্বাস্থ্য, অর্থনৈতিক ও সামাজিক সংকটের মধ্যে পড়েছে, তা মোকাবিলায় বিশ্বব্যাংক আগামী ১৫ মাসে আরও ১৬০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে বলেও জানান মালপাস।
তিনি আরও জানান, এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংক এবং ইন্টার-আমেরিকান ডেভলপমেন্ট ব্যাংকের মতো অন্যান্য বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংকগুলো (এমডিবি) দলবদ্ধভাবে এ সময়ের মধ্যে প্রায় ৮০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতিবদ্ধ দিয়েছে, যার ফলে এমডিবির মোট তহবিল দাঁড়িয়েছে ২৪০ মার্কিন বিলিয়ন ডলার।