জর্জিয়ার পশ্চিমাঞ্চলে এক ভূমিধসের ঘটনায় কমপক্ষে চারজন নিহত হয়েছে এবং পাঁচজন নিখোঁজ রয়েছে। বুধবার কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
দেশটির রাজধানী তিবিলিসি থেকে প্রায় ১৭০ কিলোমিটার দূরে নেরগেতি গ্রামে ভোরে ভূমিধসের ঘটনা ঘটে।
জর্জিয়ার জরুরি পরিস্থিতি পরিসেবার প্রধান তেমরি মেগেরিশভিলি সাংবাদিকদের বলেন, ‘সেখানে উদ্ধারকর্মীরা চারটি মৃতদেহ খুঁজে পেয়েছেন এবং নিখোঁজ পাঁচজন উদ্ধারে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।’
দেশটির প্রেসিডেন্ট সালোমে জুরাবিশভিলি ‘এ প্রাকৃতিক দুর্যোগে মর্মান্তিক প্রাণহানির জন্য গভীর দু:খ প্রকাশ করেছেন।’