পরবর্তী মাসে জর্ডান উপত্যকা দখল করে ইসরাইলের পশ্চিম সীমান্তের সঙ্গে একীভূত করার ঘোষণা দিয়েছেন বেনইয়ামিন নেতানিয়াহু।
এরই মধ্যে দখলদার ইহুদি রাষ্ট্রটিকে পাল্টা কড়া বার্তা দিয়ে জর্ডান সামরিক মহড়া চালিয়েছে।
এদিকে জর্ডানের সামরিক মহড়া ইসরাইলের জন্য ক্ষুব্ধ বার্তা বলে মনে করছেন দেশটির সামরিক বিশ্লেষক আমোস হেরেল। তার মতে, সম্প্রতি জর্ডানের সামরিক মহড়াটি ছিল ক্রোধের বার্তা।
ইসরাইলি সংবাদপত্র হারিৎসকে তিনি বলেন, পশ্চিম থেকে কোনো রহস্যময়, নামবিহীন দেশ জর্দানকে হুমকি দিচ্ছে? বিভিন্নভাবে সম্প্রতি জর্ডানের গণমাধ্যমে এসেছে সামরিক মহড়াটি পরিস্কার ইসরাইলবিরোধী হুশিয়ারি বার্তা।
আজকের বাজার/লুৎফর রহমান