জয়ের সমান এক ফল পেয়েছে বাংলাদেশ। এএফসি অনুর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে জর্ডানের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে লাল-সবুজরা। বাহরাইনের কাছে প্রথম ম্যাচে ৩-০ ব্যবধানে হারের পর, শক্তিশালী জর্ডানকে আটকে দিয়ে মূল পর্বে খেলার স্বপ্নটা তাই অল্প হলেও বেঁচে রইল ইয়াসিন আরাফাতদের।
বাহরাইনের খলিফা স্পোর্টস স্টেডিয়ামে প্রথমার্ধের যোগ করা সময়ে প্রতিপক্ষকে পেনাল্টি দিয়ে বসে বাংলাদেশ। দানিয়েল আহমেদ স্পটকিক থেকে গোল করে ম্যাচে এগিয়ে গিয়েছিল জর্ডানকে। এর পর ৭৬ মিনিটে অধিনায়ক ইয়াসিন আরাফাত সমতায় ফিরিয়েছেন দলকে। রাহাদ মিয়ার লম্বা থ্রো বক্সের ভেতর থেকে হেড করে জালে জড়ান ইয়াসিন।
গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ভুটানের বিপক্ষে। আপাতত দুই ম্যাচে এক পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান তৃতীয়তে। চার পয়েন্ট নিয়ে আপাতত দুইয়ে জর্ডান। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানকে হারিয়ে দিলে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে চলে যাবে বাহরাইন। মূল পর্বে যাওয়া না যাওয়ার সমীকরণে শেষ পর্যন্ত তাই গোলব্যবধান বড় বাঁধা হয়ে দাঁড়াতে পারে বাংলাদেশের জন্য। এর আগে প্রথম ম্যাচে স্বাগতিক বাহরাইনের কাছে ৩-০ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। শেষদিকে দ্রুত দুই গোল খাওয়ায় গোলব্যবধানেও পিছিয়ে রয়েছে অ্যান্ড্রু পিটার টার্নারের দল।
এশিয়ার মোট ৪৭ টি দেশ ১১ গ্রুপে ভাগ হয়ে অংশ নিচ্ছে এবারের বাছাই পর্বে। প্রতি গ্রুপের সেরা দলের সঙ্গে সেরা চার রানার আপ ২০২০ সালে উজবেকিস্তানে এএফসি অনুর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে অংশ নেবে। ষোল দলের টুর্নামেন্টে আয়োজক হিসেবে উজবেকিস্তানের টুর্নামেন্ট খেলা নিশ্চিত হয়ে আছে আগে থেকেই।
বাংলাদেশ একাদশ
সাদেকুজ্জামান ফাহিম, ইয়াসিন আরাফার, টানবির হোসেন, রাহাদ মিয়াঁ, মারাজ হোসেন, দীপক রায় (ফয়সাল আহেমদ ফাহিম), আমির হাকিম, উত্তম রায় (জমির উদ্দিন), মহিউদ্দিন, রিদয়, ফাহিম মোর্শেদ (ইমন আলি)