করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় জর্ডান সরকার সোমবার দু সপ্তাহের জন্যে অধিকাংশ স্কুল, কফিশপ, রেস্টুরেন্ট ও মসজিদসমূহ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে।
দেশটির সংবাদ মাধ্যম বিষয়ক মন্ত্রী আমজাদ আদাইলেহ এক সংবাদ সম্মেলনে বলেন, ছোট মার্কেটগুলোও বন্ধ থাকবে। আর কেন্দ্রীয় মার্কেটসমূহে ভীড় এড়ানোর জন্যে সরকার নতুন কৌশল গ্রহণ করেছে।
তিনি আরো বলেন, লোকজন সরকারি সতর্কতা উপেক্ষা করায় করোনা সংক্রমণ বেড়ে গেছে। যারা নিয়ম লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে সরকার কঠোর পদক্ষেপ নেবে।
দেশটির শিক্ষা মন্ত্রী তায়সির নুয়াইমি সকল স্কুল ও কিন্ডারগার্টেন বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে ইসলাম বিষয়ক মন্ত্রী মোহাম্মদ খালাইলাহ মসজিদসমূহ বন্ধ রাখারও ঘোষণা দিয়েছেন।
জর্ডানে সোমবার করোনা সংক্রমণে দু’জন মারা গেছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ জনে। নতুন করে ২১৪ জন আক্রান্ত হওয়ায় মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৫২৮ জনে। দেশটির স্বাস্থ্য মন্ত্রী সাদ জাবের এ তথ্য জানান।