জর্ডান সীমান্তবর্তী এলাকায় গৃহহীন হয়ে পড়া সিরীয় নাগরিকদের জরুরি ভিত্তিতে সহায়তা করতে বুধবার ত্রাণের একটি গাড়ি বহর সেখানে পৌঁছেছে। বিগত তিন মাসের মধ্যে এই প্রথমবারের মতো তাদেরকে ত্রাণ সরবরাহ করা হলো। রেড ক্রিসেন্ট একথা জানায়। খবর এএফপি’র।
সিরিয়ান আরব রেড ক্রিসেন্টের (এসএআরসি) এক মুখপাত্র জানান, শিশুদের খাদ্য ও পোশাকসহ ত্রাণ বহন করা ১৩৩টি ট্রাকের ওই গাড়ি বহর রুকবান শিবিরের উপকণ্ঠে পৌঁছেছে।
এসএআরসি’র এক বিবৃতিতে বলা হয়, এর তিনমাস আগে প্রথমবারের মতো মানবিক সাহায্যের একটি গাড়ি বহর রুকবান শিবিরে প্রবেশ করেছিল। জাতিসংঘের সহযোগিতায় সিরিয়ান আরব রেড ক্রিসেন্ট রুকবানে গৃহহীন হয়ে পড়া ৪০ হাজারের বেশি লোককে সহায়তা করার ব্যাপারে তাদের দায়িত্ব পালন অব্যাহত রেখেছে।
বিবৃতিতে আরো বলা হয়, এ ত্রাণ বহরে স্বাস্থ্যসেবা ও ঔষধ সামগ্রী রয়েছে।
এসএআরসি আরো জানায়, হাম, পোলিও, যক্ষ্মা ও হেপাটাইটিস রোগ থেকে শিশুদের রক্ষায় মেডিকেল দলের তত্ত্বাবধানে টিকাদান অভিযান শুরু করা হবে।
গত মাসে জাতিসংঘ শিশুসংস্থা ইউনিসেফ জানায়, ঠান্ডাজনিত কারণে এ শিবিরে আট শিশুর মৃত্যু হয়েছে।