সোমবার থেকে স্পেনের রাজধানী মাদ্রিদে জাতিসংঘের আয়োজনে দুই জলবায়ু সম্মেলন হচ্ছে৷ কনফারেন্স অফ দ্য পার্টিজ বা কপ ২৫ নামে এবারের সম্মেলন গুরুত্বপূর্ণ, কারণ, ২০১৫ সালের প্যারিস চুক্তি অনুযায়ী, ২০২০ সালের মধ্যে বিশ্বের সব দেশকে ‘ন্যাশনাল ক্লাইমেট অ্যাকশন প্ল্যান’ তৈরির কাজ শেষ করতে হবে৷
সোমবার থেকে স্পেনের রাজধানী মাদ্রিদে জাতিসংঘের আয়োজনে দুই জলবায়ু সম্মেলন হচ্ছে৷ কনফারেন্স অফ দ্য পার্টিজ বা কপ ২৫ নামে এবারের সম্মেলন গুরুত্বপূর্ণ, কারণ, ২০১৫ সালের প্যারিস চুক্তি অনুযায়ী, ২০২০ সালের মধ্যে বিশ্বের সব দেশকে ‘ন্যাশনাল ক্লাইমেট অ্যাকশন প্ল্যান’ তৈরির কাজ শেষ করতে হবে৷ ফলে যেসব দেশ এখনো এই কাজ শেষ করতে পারেনি, তাদের উপর চাপ তৈরির শেষ সুযোগ এবারের সম্মেলন৷
ইমিমধ্যে প্যারিস চুক্তি থেকে সরে এসেছে যুক্তরাষ্ট্র। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব দিন দিন বাড়ছে। ঝড় ঝণ্ঝা প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্প, দাবাগ্নি, বন্যা, অতি বৃষ্টি অনাবৃষ্টি, গরম ঠান্ডা, সবই বাড়ছে- কমছে পরিবেশের ভারসাম্য। আগের ষড়ঋতুর বাংলাদেশে এখন কয় ঋতু বোঝা মুস্কিল।
যুক্তরাষ্ট্রও প্রথম যখন আসি অক্টোবর থেকে শীত তুষারপাত হতো। এখন সময় বদলেছে- ঠান্ডা গরমের অভ্যাস অনিয়মিত হয়েছে।খবর ভিওএ
আজকের বাজার/লুৎফর রহমান