বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট দুর্যোগ বিশ্ববাসীকে ভাবিয়ে তুলেছে। পরিবেশ বিজ্ঞানীদের মতে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রতলের উচ্চতাবৃদ্ধি পেয়ে উপকূলীয় এলাকা তলিয়ে যেতে পারে। ফলে এসব এলাকায় বসবাসকারী কোটি কোটি মানুষ ভিটেমাটি, সহায়-সম্বল হারিয়ে উদ্বাস্তু হয়ে পড়তে পারে। তাছাড়া ঘূর্ণিঝড়, বন্যা, খরার মতো প্রাকৃতিক দুর্যোগ আরও ঘন ঘন হওয়ার আশঙ্কা ব্যক্ত করা হচ্ছে।
সোমবার ১৮ ডিসেম্বর রাজধানীর ওসামানী স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ১৩তম জাতীয় যুব রেড ক্রিসেন্ট ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এসব কথা বলেন। এসময় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার উপস্থিত ছিলেন।
স্বেচ্ছাসেবী সংগঠনকে সজাগ থাকার আহবান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ভূমিকম্পসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা সরকারের একার পক্ষে করা সম্ভব নয়। স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে সরকারের পাশাপশি এগিয়ে আসতে হবে। এসময় ১৯৭০, ১৯৯১ সালের ঘূর্ণিঝড়, ২০০৭ সালের সিডর ও ২০০৯ সালের আইলার কথা স্মরণ করেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, জনসচেতনতা বৃদ্ধি ও শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি বহুলাংশে কমিয়ে আনা সম্ভব। আজকে যারা যুব রেডক্রিসেন্টের সদস্য, তাদেরকে মৌলিক প্রশিক্ষণ ও হাতে কলমে কাজের মাধ্যমে দুর্যোগ মোকাবেলায় পারদর্শী করে তুলতে হবে। সারাদেশবাসীকে দুর্যোগ পূর্ব ও দুর্যোগকালীন করণীয় সম্পর্কে জানাতে হবে।
আজকের বাজার: এলকে/ ১৮ ডিসেম্বর ২০১৭