ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় বন্যায় পাঁচজনের মৃত্যু এবং আরো তিনজন নিখোঁজ রয়েছে। অনেক ঘরবাড়ি জলমগ্ন হয়ে পড়ায় হাজার হাজার মানুষ তাদের আবাসস্থলে ফিরে যেতে পারছে না। বুধবার সরকারি কর্মকর্তারা একথা জানান।
স্মরণকালের ভয়াবহ বন্যায় এ মহানগরীর নিচু এলাকার ৭০ বাসিন্দা প্রাণ হারানোর মাত্র এক সপ্তাহ পর সেখানে মঙ্গলবার ফের এ ঘটনা ঘটলো। এতে প্রেসিডেন্টের প্রাসাদ, একটি হাসপাতাল ও জাকার্তার পার্শ্ববর্তী সকল এলাকা প্লাবিত হয়েছে। ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ সংস্থা জানায়, বন্যা কবলিত এ নগরীতে পানিতে পড়ে বা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া পাঁচজনের মধ্যে দুই কিশোর রয়েছে। এ সংস্থার মুখপাত্র আগুস উইবোবো বলেন, নিখোঁজ তিনজনকে উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান