জাকার্তা উপকূলের অদূরে মঙ্গলবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.১। তবে এতে সুনামির কোন সতর্কতা জারি করা হয়নি এবং ক্ষয়ক্ষতির কোন ঘটনা ঘটেনি। খবর এএফপি’র।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ওয়াইঙ্গাপু নগরী থেকে প্রায় ১৫০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থিত সুম্বা দ্বীপের অদূরে ৩১ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।
ইন্দোনেশিয়ার দুর্যোগ সংস্থা জানায়, প্রথম দফা ভূমিকম্পের পর একই এলাকায় আরেক দফা কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.২।
এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোন খবর পাওয়া যায়নি।