শনিবার সকালে বাংলাদেশ সিভিল সার্ভিস (ট্যাকসেশন) এসোসিয়েশনের নব নির্বাচিত নির্বাহী কমিটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছে। দায়িত্ব নেওয়ার পর কমিটির সদস্যরা প্রথমবার এ শ্রদ্ধা জানান।
কমিটির সভাপতি মো: সেলিম আফজাল এবং মহাসচিব মো: নুরুজ্জামান খানের নেতৃত্বে সকাল নয় টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে কমিটির সদস্যরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সেখানে শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
পরে সকাল ১১ টায় ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। তারা সেখানে জাতির পিতার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সুরা ফাতিহা পাঠ ও মোনাজাত করেন। এর আগে ৮ জানুয়ারি নব নির্বাচিত কমিটি দায়িত্বভার গ্রহণ করে।
আজকের বাজার : এসএস / ওএফ/ ১৩ জানুয়ারি ২০১৮