জাতির পিতার প্রতি রাজা পাকশের শ্রদ্ধা নিবেদন

শ্রীলংকার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
সফররত শ্রীলংকার প্রধানমন্ত্রী আজ সকালে রাজধানীর ধানমন্ডী ৩২-এ অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে এই শ্রদ্ধা জানান।
পুষ্পাঞ্জলী অর্পণের পর স্বাধীনতার এই মহান স্থপতির প্রতি শ্রদ্ধা জানানোর অংশ হিসেবে সেখানে তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। তিনি পরে পরিদর্শক বইয়েও স্বাক্ষর করেন।
পরিদর্শক বইয়ে তিনি লেখেন, ‘বাংলাদেশ ও সারাবিশ্বের সকল শান্তিপ্রিয় মানুষের কাছে শ্রদ্ধার এই পবিত্র স্থানটি আমাকে গভীরভাবে স্পর্শ ও আলোড়িত করেছে।
তিনি আরও লেখেন, ‘বাংলাদেশে ১৯৭৫ সালের ১৫ আগস্ট এই স্থানে সংঘটিত ট্র্যাজেডি, বাংলাদেশের জনগণের জন্য স্বাধীনতা রক্ষা এবং লালনে বিভিন্নভাবে শক্তি ও সাহসের প্রতীক হয়ে উঠেছে, বঙ্গবন্ধু যে স্বাধীনতার জন্য তাঁর মূল্যবান জীবন উৎসর্গ করেন।’
‘যারা জীবন ও স্বাধীনতাকে সম্মান করেন তাদের জন্য এটি চিরন্তন শ্রদ্ধাঞ্জলি হোক,’ – মন্তব্য শেষ করেন তিনি।