জাতির পিতার সমাধিতে নৌবাহিনী প্রধানের শ্রদ্ধা

নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম নাজমুল হাসান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে  শ্রদ্ধা নিবেদন করেন।

তিনি আজ বৃহস্পতিবার সকাল ৯ টা ৪০ মিনিটে টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। এরপর নৌবাহিনী প্রধান সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে জাতির পিতার স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন। সময় এ বিউগলে বাজানা হয় করুন সুর।
পরে, বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের (বিএনএফডব্লিউএ)  প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে  শ্রদ্ধা নিবেদন করেন।
শেষে, পবিত্র সুরা ফাতেহা পাঠ করে  সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির এ মহানায়কের রূহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন নৌবাহিনী প্রধান। মোনাজাতে প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের জন্য বিশেষ প্রার্থনা করা হয়।

এছাড়াও, টুঙ্গিপাড়ায় অবস্থানকালে নৌবাহিনী প্রধান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদি পৈত্রিক বাড়ি এবং সমাধিসৌধ কমপ্লেক্সে বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত স্থানসমূহ পরিদর্শন করেন। তিনি জাতির পিতার সমাধিসৌধের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শক বইতেও স্বাক্ষর করেন।
খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার, বিএনএফডব্লিউএ’র খুলনা শাখার চেয়ারম্যান এবং উচ্চ পদস্থ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। (বাসস)