বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেদের সমস্যা নিয়ে জাতিসংঘের কাছে নালিশ করে দেশকে ছোট করেছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘উনি (ফখরুল) জাতিসংঘে নালিশ করে আমাদের ছোট করেছেন। আমিও নালিশ করছি জনগণের বিবেকের আদালতে, তারা এর বিচার করবেন।’
শনিবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটউশনে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি উপ-কমিটির ওয়েবসাইট উদ্বোধনী অনুষ্ঠানে ওবায়দুল কাদের এই বিচার দেন।
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘রাজনৈতিক দল হিসেবে বিএনপি দেউলিয়াপনার পরাকাষ্ঠা প্রদর্শন করেছে। দেশকে ছোট করে, জনগণের আস্থা হারিয়ে জাতিসংঘে গিয়ে কান্নাকাটি করেছে। কথায় কথায় তারা নালিশ করে বিদেশে।’
কাদের বলেন, ‘দেশেইতো কত নালিশ করছেন। নালিশ সত্য হলে জনগণ আপনাদের ভোট দেবে, আমাদের নয়। আবার বিদেশে গিয়ে নালিশ কেন? নিজের দেশ ও জনগণকে অসম্মান করেন কেন?’
তিনি বলেন, ‘দেশের মানুষ ভোট না দিলে কোনো বিদেশি প্রভু এসে আপনাদের ক্ষমতায় বসাবে না। আমাদের নেত্রী তো বলেই দিয়েছেন, জনগণ ভোট দিলে ক্ষমতায় থাকব, না দিলে নয়। জোর করে ক্ষমতায় থাকার ইচ্ছা আওয়ামী লীগের নাই।’
উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি দেশের অর্জনে কোনো গর্ববোধ করে না। শেখ হাসিনার স্বপ্ন নেক্সট জেনারেশন। আর বিএনপির স্বপ্ন নেক্সট ইলেকশান। এরা ক্ষমতা ছাড়া আর কিছুই বুঝে না। বিএনপি নামক দলটি ও তার দোসররা ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি করে।’
বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত বইয়ে বঙ্গবন্ধুর ছবি নেই— এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি আমি জানি না। জেনে মন্তব্য করব। আমাদের নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক আছে। সেখানে নেত্রী কথা বলবেন। সেখানে হয়তো এটি নিয়ে আলোচনা করা হবে।’
সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা যদি মনে করি ফেসবুক বন্ধ করলে সব ঠিক হয়ে যাবে, সেটা ঠিক নয়। এটার ভালো এবং খারাপ দুটো দিকই আছে। খারাপ দিকটার মোকাবেলা করতে হবে। তথ্য সৃষ্টি ও বণ্টন করতে হবে। সম্প্রতি দুটো আন্দোলনে (কোটা সংস্কার ও নিরাপদ সড়ক) যে অপপ্রচার হয়েছে, সে অপপ্রচারের মুখে আমরা যারা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি যথাযথভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছি। সাইবার আক্রণের কাউন্টার করতে পারিনি। এই অভিজ্ঞতা থেকে বিজ্ঞান প্রযুক্তি উপ-কমিটি যে উদ্যোগ নিয়েছে, সামনে যেন এ গ্যাপগুলো পূরণ হয়, খেয়াল রাখতে হবে।’
তিনি আরো বলেন, ‘আজকের বাংলাদেশের জনগণ শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। উত্তরবঙ্গের ট্রেনযাত্রায় এটা প্রমাণ হয়েছে। ৮টি পথসভায় অন্তত লক্ষাধিক লোকের সমাগম হয়েছে। এর মধ্যদিয়ে জনগণ বুঝিয়ে দিয়েছে, আমরা শেখ হাসিনার সঙ্গে আছি, তার উন্নয়নে আমাদের আস্থা আছে।’
আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি উপ-কমিটির চেয়ারম্যান ড. মো. হোসেন মনসুরের সভাপতিত্বে এতে আরো বক্তব্য দেন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন প্রমুখ।
আজকের বাজার/এমএইচ