সিরিয়ার খান শেইখুন শহরে রাসায়নিক হামলার যে তদন্ত প্রতিবেদন জাতিসংঘ প্রকাশ করেছে তাকে ‘সত্যের অপলাপ’ বলে প্রত্যাখ্যান করেছে দামেস্ক। প্রতিবেদনে ওই হামলার জন্য সিরিয়া সরকারকে দায়ী করা হয়।
জাতিসংঘ কর্তৃক প্রকাশিত সিরিয়ার খান শেইখুন শহরে রাসায়নিক হামলার তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে সিরিয়া।
এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, “জাতিসংঘ ও রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা (ওপিসিডাব্লিউ) যৌথভাবে যে প্রতিবেদন প্রকাশ করেছে তার বিষয়বস্তু সুস্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে দামেস্ক।”
সিরিয়ার ইদলিব প্রদেশের খান শেইখুনে চলতি বছরের এপ্রিলে রাসায়নিক হামলা চালানো হয়। ২৭ অক্টোবর শুক্রবার এর তদন্ত প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘ এবং ওপিসিডাব্লিউ’র যৌথ তদন্ত কমিটি।
বিবৃতিতে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, “প্রতিবেদনটিতে সত্যের অপলাপ করা হয়েছে এবং খান শেইখুনে যা ঘটেছে সে সংক্রান্ত তথ্য বিকৃতি করা হয়েছে।”
গত ৪ এপ্রিল সারিন গ্যাস হামলায় সিরিয়ার ইদলিব প্রদেশের খান শেইখুন শহরে অন্তত ৮০ ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়। ওই ঘটনার পরপরই এ হামলার জন্য সিরিয়া সরকারকে দায়ী করা হয়।
সিরিয়া সরকার এ পর্যন্ত বহুবার ওই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। কউগ্র সন্ত্রাসীদের মজুদ করা রাসায়নিক গ্যাস বিস্ফোরিত হয়ে ওইসব হতভাগ্য মানুষ নিহত হয়েছে বলে মন্তব্য করেছে দেশটির কর্তৃপক্ষ।
২০১৩ সালে আমেরিকার সঙ্গে রাশিয়ার স্বাক্ষরিত এক চুক্তি অনুযায়ী দামেস্কের হাতে থাকা সব রাসায়নিক অস্ত্র ধ্বংস করা হয়েছে বলে দাবি করে আসছে দামেস্ক।
সূত্র : পার্সটুডে
আজকের বাজার : এমএম / ২৮ অক্টোবর ২০১৭