জাতিসংঘের নজর এখন বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিকে। সব দলের অংশগ্রহণে একটি অবাধ সূষ্ঠু ও গ্রহণযোগ্য একটি নির্বাচন চায় সংস্থাটি। শুক্রবার জাতিসংঘের সদর দপ্তরে নিয়মিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ প্রসঙ্গে এমন মন্তব্য করেন সংস্থাটির মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক।
ফারহান হক বলেন, বাংলাদেশে একটি বিশ্বাসযোগ্য, স্বচ্ছ ও সবার অংশগ্রহণমূলক নির্বাচন আমাদের অগ্রাধিকার। বাংলাদেশের এসব ব্যবস্থাপনা নিয়ে অব্যাহতভাবে আমরা ‘স্টাডি’ করছি। এসব অগ্রাধিকার সমুন্নত রাখা হচ্ছে কিনা সে দিকে লক্ষ রাখছি। সেটাই আমরা দেখতে চাই।
এক প্রশ্নের জবাবে ফারহান হক বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে জাতিসংঘ নিয়মিত খোঁজখবর রাখছে। নির্বাচনের পরিবেশ ঠিক আছে কিনা তা আমরা সময়মতো তুলে ধরব।
উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই যে কোনো উপায়ে একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের তাগিদ দিয়ে আসছে জাতিসংঘ।
আজকের বাজার/এমএইচ