রোহিঙ্গা সংকট

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরা বাংলাদেশে আসছেন

ফাইল ছবি

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যবৃন্দ এই মাসের শেষ সপ্তাহে বাংলাদেশে আসছেন রোহিঙ্গা উদ্বাস্তুদের সঙ্গে কথা বলতে তারা এই সফরে আসবেন। জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্তেফান দুজারিক শুক্রবার নিউইয়র্কে সাংবাদিকদের এসব কথা জানান

২৬ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত স্থায়ী এই সফরকালে পরিষদের সদস্যবৃন্দ বাংলাদেশ ছাড়াও ইরাক ও মিয়ানমার সফর করবেন

নিউইয়র্কে এক সাক্ষাৎকারে সম্প্রতি জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বলেন, প্রতিনিধিদল ২৯ এপ্রিল কক্সবাজার উদ্বাস্তু শিবিরে আশ্রয় গ্রহণকারী রোহিঙ্গাদের সঙ্গে সরাসরি কথা বলবেন

রাষ্ট্রদূত মাসুদ বলেন, বাংলাদেশের সফরের পর প্রতিনিধিদল মিয়ানমারে যাবে সে দেশের সরকারের সঙ্গে পরিস্থিতি নিয়ে কথা বলতে

তিনি মনে করেন, এই সংকটের স্থায়ী সমাধানের জন্য নিরাপত্তা পরিষদের অব্যাহত সংযুক্তি অত্যন্ত জরুরিমিয়ানমার উদ্বাস্তুদের ফিরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত একজন রোহিঙ্গাকেও ফিরিয়ে নেয়নি

মিয়ানমারের ওপর অব্যাহত চাপ ছাড়া এই সংকট সমাধানে তারা কার্যকর ব্যবস্থা নেবে, তা ভাবার কোনো কারণ নেই বলেও মনে করেন এই বাংলাদেশি কূটনীতিক

জাতিসংঘও এই সফরকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেস্তেফান দুজারিক সাংবাদিকদের বলেন, নিরাপত্তা পরিষদের এই মিশনের ফলে রোহিঙ্গা উদ্বাস্তুদের দুর্দশা বিষয়ে আন্তর্জাতিক সচেতনতা বাড়বে

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বর থেকেই বাংলাদেশ এই সফরের অনুরোধ করে আসছেউচ্চক্ষমতাসম্পন্ন এই প্রতিনিধিদলের সফরের ফলে পরিষদের সদস্যরা শুধু সংকটের তীব্রতা ও ব্যাপকতা সম্যক উপলব্ধি করতে সক্ষম হবেন তা-ই নয়, মিয়ানমার সরকারের ওপর সংকট সমাধানে ব্যবস্থা গ্রহণে চাপ দিতেও সক্ষম হবে

একেএ/আরএম