মিয়ানমারে ফেরত যাওয়ার ক্ষেত্রে পাঁচ দফা দাবি নিয়ে সফররত জাতিসংঘের বিশেষ দূত ইয়াংহি লির সামনে বিক্ষোভ করেছে রোহিঙ্গারা। শনিবার কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া, দমদমিয়া ও হোয়্যাইকং রোহিঙ্গা শিবির পরিদর্শনের সময় এই বিক্ষোভের আয়োজন করা হয়। নাগরিক হিসেবে স্বীকৃতি, নিরাপত্তা নিশ্চিত এবং গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারসহ পাঁচ দফা দাবি মানা না হলে একজন রোহিঙ্গাও ফেরত যাবে না বলে হুঁশিয়ারি দেয় বিক্ষোভকারীরা।
মিয়ানমার সেনাবাহিনী ও বৌদ্ধ মিলিশিয়াদের গণহত্যার মুখে রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মানবিক পরিস্থিতি দেখতে কক্সবাজারে আসেন জাতিসংঘের বিশেষ দূত।
শনিবার সকাল ৯টার দিকে টেকনাফের দমদমিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন তিনি। এরপর টেকনাফ নেচার পার্কে পালিয়ে আসা রোহিঙ্গাদের ১০ পুরুষ ও ১০ নারীর সঙ্গে বৈঠকে বসেন ইয়াংহি লি। বৈঠকে তারাও এই পাঁচটি দাবির কথা জানান।
এ সময় জাতিসংঘের এই কর্মকর্তার সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও ক্যাম্পে নিয়োজিত আন্তর্জাতিক দাতা সংস্থার কর্তকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া ইয়াংহি লি দুপুরে টেকনাফের নয়াপাড়া ও হোয়াইক্যং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।
বাংলাদেশ ও থাইল্যান্ডে ১৩ দিনের সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার ঢাকায় পৌঁছান জাতিসংঘের এই বিশেষ দূত। মিয়ানমারে ঢুকতে দিতে অস্বীকৃতি জানানোর পর এই দু’টি দেশ সফর করছেন তিনি।
আজকের বাজার: সালি / ২০ জানুয়ারি ২০১৮