জাতিসংঘের বিশেষ প্রতিনিধি আসছেন বৃহস্পতিবার

মায়ানমারে রাখাইন রাজ্য থেকে সেনা নির্যাতনে  পালিয়ে আসা রোহিঙ্গাদের মানবিক পরিস্থিতি দেখতে বৃহস্পতিবার ১৮ জানুয়ারি বাংলাদেশে আসছেন জাতিসংঘে মায়ানমার বিষয়ক বিশেষ দূত (র‌্যাপির্টিয়ার) ইয়াংহি লি। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

জানুয়ারি মাসেই তাঁর মায়ানমার যাওয়ার কথা ছিল। কিন্তু তাকে সফর করতে দিতে রাজি হয়নি দেশটি।

এর আগে তিনি ২০১৭ এর ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে এসেছিলেন। এবারের সফরে তিনি সাতদিন থাকবেন।

এক কর্মকর্তা জানান, ইয়াংহি লি সফরের পুরো সময়টাই কাটাবেন কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে। পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলি ও পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের সঙ্গেও দেখা করবেন তিনি।

আজকের বাজার:এসএস/১৭জানুয়ারি ২০১৮