হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সে শনিবার জাতিসংঘের সাঁজোয়া যান দুর্ঘটনায় চার জন নিহত ও অপর নয় জন আহত হয়েছে। দেশটির পুলিশ ও জাতিসংঘ একথা জানিয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
হাইতিতে ইউনাইটেড ন্যাশনস মিশন ফর জাস্টিস সাপোর্ট ইন হাইতি (এমআইএনজেইউএসটিএইচ) এর ওই যান নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকটি ট্যাক্সিকে ধাক্কা দেয়। এতে ট্যাক্সির চার যাত্রী নিহত ও অপর কয়েকজন আহত হয়।
পুলিশের মুখপাত্র গ্যারি ডেসরোসিয়ার্স এ কথা জানান।
তিনি বলেন, আহতদের মধ্যে এমআইএনইউজেইউএসটিএইচ’র দুই পুলিশ সদস্য ও হাইতির একজন পুলিশ রয়েছে।
সূত্র- বাসস