জাতিসংঘের সাসটেইন্যাবল স্টক এক্সচেঞ্জে যুক্ত হচ্ছে ডিএসই

ইউনাইটেড ন্যাশনস সাসটেইন্যাবল স্টক এক্সচেঞ্জে (এসএসই) যুক্ত হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। এসএসই’র এই ইনিশিয়েটিভের সঙ্গে যুক্ত হতে একটি প্রতিশ্রুতি পত্রে সই করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। গত ৭ জুন এই প্রতিশ্রুতি পত্রে সই করে ডিএসই।

জাতিসংঘের এ উদ্যোগের সঙ্গে বিশ্বের ৭৫টি স্টক এক্সচেঞ্জ একত্রিত হয়েছে। যারা তথ্য আদান প্রদান এবং পুঁজিবাজারের স্থিতিশীলতা ও স্বচ্ছতার উন্নয়নে স্টেকহোল্ডারগণের সাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

ডিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচারক কে. এ. এম. মাজেদুর রহমান বলেন, জাতিসংঘের এই সাসটেইন্যাবল স্টক এক্সচেঞ্জ উদ্যোগের সাথে যুক্ত হওয়ার মাধ্যমে বাংলাদেশে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ও দক্ষ এনভাইরনমেন্টাল, সোস্যাল ও করপোরেট গভর্ণেন্স প্রতিবেদক আসার সুযোগ তৈরি করবে।এতে পুঁজিবাজারের স্টেকহোল্ডারগণ উপকৃত হবেন।

তিনি আরও বলেন, এ বছর থেকে আমরা তালিকাভুক্ত কোম্পানিগুলোর দীর্ঘমেয়াদী টেকসই বিনিয়োগ এবং পরিবেশগত, সামাজিক ও কর্পোরেট গভর্ণেন্স বিষয়ে প্রকাশনা ও কর্মক্ষমতা উন্নত করতে যৌথ কর্মশালা আয়োজন শুরু করেছি। মে মাসে প্রায় ৩০টি তালিকাভুক্ত কোম্পানি নিয়ে আয়োজিত প্রথম কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে টেকসই প্রতিবেদন ও কর্পোরেট স্বচ্ছতার বিষয়ে প্রচন্ড আগ্রহ লক্ষ্য করা গেছে।

সাসটেইন্যাবল স্টক এক্সচেঞ্জ ইনিশিয়েটিভ জাতিসংঘের সমর্থিত সংস্থাসমূহ, স্টক এক্সচেঞ্জ সমূহ, বিনিয়োগকারী, কোম্পানি, নিয়ন্ত্রক সংস্থা ও সরকারের মধ্যে অংশীদারিত্বের কাজ করছে। এই অংশীদারিত্বের মাধ্যমে ডিএসই তার তালিকাভুক্ত কোম্পানিগুলোকে তাদের পরিবেশগত সামাজিক ও কর্পোরেট গভর্ণেন্স কার্যক্রমে অবদান রাখতে ও প্রকাশ করতে উৎসাহিত করবে।

উল্লেখ্য, এসএসই’র লক্ষ্য হচ্ছে বিশ্বের স্টক এক্সচেঞ্জগুলোর মধ্যে সংলাপের জন্য একটি কার্যকরী প্লাটফর্ম প্রদান করা। স্টক এক্সচেঞ্জগুলো বিনিয়োগকারী, নিয়ন্ত্রক সংস্থাসমূহ ও কোম্পানিগুলোর সাথে কিভাবে একত্রে কাজ করতে পারে তা উদঘাটনের মাধ্যমে এসএসই টেকসই বিনিয়োগকে উৎসাহিত করে। একইসঙ্গে কর্পোরেট স্বচ্ছতা ও পরিবেশ, সমাজ ও কর্পোরেট গভর্ণেন্স বিষয়ে কর্মক্ষমতা বৃদ্ধি করে।

জাকির