জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইকোসক) সহযোগী অঙ্গসমূহের তিনটি গুরুত্বপূর্ণ অঙ্গে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। অঙ্গ তিনটি হলো, কমিশন অন দ্য স্ট্যাটাস অব উইমেন (সিএসডব্লিউ), ইউনিসেফের তহবিল পরিচালনা পরিষদের ১৪ সদস্যের নির্বাচন এবং ইউএন উইমেন-এর পরিচালনা পরিষদের ১৭ সদস্যের নির্বাচন।
গত ১৬ এপ্রিল ইকোসক চেম্বারে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ইকোসকের ৫৪টি সদস্য রাষ্ট্র ভোটে অংশগ্রহণ করে।
ইকোসকের বিভিন্ন সহযোগী অঙ্গসমূহের এই নির্বাচনে বাংলাদেশ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে।
নির্বাচিত ঙ্গগুলোর মেয়াদ যথাক্রমে ৪ বছর (২০১৯-২০২২), ৩ বছর (২০১৯-২০২১) এবং ৩ বছর (২০১৯-২০২১)। এরমধ্যে প্রধমটিতে এশিয়া ও প্যাসিফিক অঞ্চল থেকে বাংলাদেশ ও মালয়েশিয়া নির্বাচিত হয়েছে। দ্বিতীয়টিতে এশিয়া ও প্যাসিফিক অঞ্চল থেকে বাংলাদেশ, মঙ্গোলিয়া ও পাকিস্তান নির্বাচিত হয়েছে। তৃতীয়টিতে বাংলাদেশ ছাড়াও এশিয়া ও প্যাসিফিক অঞ্চল থেকে ভারত, মঙ্গোলিয়া, নেপাল ও সৌদি আরব নির্বাচিত।
আরএম/