জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৭৩তম সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউিইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ব্রিটিশ এয়ারওয়েজের বিমানটি স্থানীয় সময় রোববার (২৩ সেপ্টেম্বর) দুপুর ২টা ১০ মিনিটে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির নিউইয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। খবর ইউএনবি’র।

এর আগে লন্ডনে দুই দিনের যাত্রা বিরতি শেষে রবিবার স্থানীয় সময় সকাল ১১টা ৫ মিনিটে হিথ্রো বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে ব্রিটিশ বিমানটি।

সেখানে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার কাওনাইন বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

এদিকে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মাদ জিয়াউদ্দিন এবং জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিমানবন্দরে স্বাগত জানান।

পরে বিমানবন্দর থেকে মোটর শোভাযাত্রা সহযোগে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিউইয়র্কের গ্রান্ড হায়াত হোটেলে নিয়ে যাওয়া হয়। যুক্তরাষ্ট্র সফরকালে তিনি সেখানেই অবস্থান করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার যুক্তরাষ্ট্র সফরের প্রথম দিন সন্ধ্যায় নিউইয়র্কের মিডটাউনের হোটেল হিলটনে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত সংবর্ধনায় যোগ দেবেন।

গত বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী জানান, আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের বক্তব্যে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সঙ্কটের টেকসই সমাধানে সুনির্দিষ্ট প্রস্তাব দেবেন বলেও জানান তিনি।

আগামী ১ অক্টোবর আবারো লন্ডন হয়ে দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

আজকের বাজার/এমএইচ