জাতিসংঘ জলবায়ু শীর্ষ সম্মেলনে থাকবে না যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বে সবচেয়ে বেশি কার্বন নিঃস্বরণকারী দুই দেশ যুক্তরাষ্ট্র ও চীন বুধবার অনুষ্ঠেয় জাতিসংঘ শীর্ষ জলবায়ু সম্মেলনে বক্তা হিসেবে থাকছে না।

ডিসেম্বরে এই সম্মেলনের কথা ঘোষণা করা হয়। জাতিসংঘ সম্মেলনে অংশ নিতে ইচ্ছুক ৪১ বক্তার তালিকা প্রকাশ করেছে। এতে যুক্তরাষ্ট্র ও চীনের বক্তার নাম উল্লেখ নেই।

জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস সম্মেলনের ঘোষণা দিয়ে বলেছিলেন, এই সম্মেলনটিকে তিনি অর্থহীন করবেন না। কার্বন নিঃস্বরণ শুন্যের কোঠায় নামিয়ে আনার দৃঢ় পরিকল্পনা যাদের রয়েছে কেবল তাদেরকেই এখানে অন্তর্ভূক্ত করা হবে।
সম্মেলনে অংশ নিতে যেসব দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে তার মধ্যে রয়েছে ব্রাজিল, কানাডা ও ফ্রান্স এবং ইউরোপীয় ইউনিয়ন। বক্তা হিসেবে অন্যান্যের মধ্যে রয়েছেন লন্ডনের মেয়র সাদিক খান। (বাসস ডেস্ক)