উত্তর কোরিয়ার সর্বশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপকে উচ্চ মাত্রার উস্কানি আখ্যায়িত করে এর নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।
দেশটির নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র জাপানের ওপর দিয়ে উড়ে গিয়ে প্রশান্ত মহাসাগরে পতিত হওয়ার পর নিরাপত্তা পরিষদ ১৫ সেপ্টেম্বর শুক্রবার এক জরুরি বৈঠকের আয়োজন করে।
আলোচনায় সভাপতিত্ব করেন জাতিসংঘে নিযুক্ত ইথিওপিয়ার রাষ্ট্রদূত তেকেদা আলেমু এবং পরে একটি বিবৃতি প্রচার করা হয়।
এতে বলা হয়, উত্তর কোরিয়ার বিরুদ্ধে গৃহীত নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট সব কয়টি প্রস্তাব সকল সদস্য রাষ্ট্রের অবশ্যই উচিৎ হবে পুরোপুরি, সার্বিকভাবে এবং বিলম্ব না করে বাস্তবায়িত করা।
বিবৃতিতে একই সঙ্গে উত্তর কোরিয়া সম্পর্কিত সমস্যার শান্তিপূর্ণ, কূটনৈতিক ও রাজনৈতিক সমাধান খুঁজে পেতে পরিষদের অঙ্গীকার ব্যক্ত করা হয়। আলোচনার মধ্যে দিয়ে শান্তিপূর্ণ ও সার্বিক সমাধান খুঁজে পেতে পরিষদের সদস্যদের পাশাপাশি অন্যান্য রাষ্ট্রের চালানো প্রচেষ্টাকে স্বাগত জানানো হয় নিরাপত্তা পরিষদে।
সূত্র : এনএইচকে ওয়ার্ল্ড
আজকের বাজার : এমএম / ১৭ সেপ্টেম্বর ২০১৭