রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে বাংলাদেশ সফরে আসার আহবান জানিয়েছেন যুক্তরাষ্ট্র সফররত অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
জাতিসংঘের সদর দপ্তর নিউইয়র্কে স্থানীয় সময় ৯ অক্টোবর সোমবার সকালে মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে এক বৈঠকে মিলিত হন অর্থমন্ত্রী।
বৈঠকে ইউএনডিপির প্রশাসক আকিম স্টেইনার, জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ফেকিতামইলোয়া কাতোয়া ইউটোইকামানু, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব কাজী শফিউল আজম, পরিকল্পনা কমিশনের সদস্য শামসুল আলম ও বাংলাদেশ মিশনের ইকোনমিক মিনিস্টার ইকবাল আব্দুল্লাহ হারুনসহ ৬ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।
প্রতিনিধি দলের সদস্যরা জানান, বৈঠকে অর্থমন্ত্রী রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শ অনুযায়ী একটি ‘সেফ জোন’ গঠনের জাতিসংঘের উদ্যোগী হওয়ার আহবান জানান। একইসঙ্গে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরনার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোসহ রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে জোরালো পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেন এবং যতদ্রুত সম্ভব বাংলাদেশ সফরের আহ্বান জানান।
এসময় মহাসচিব গুতেরেস জানান, বিষয়টি তিনি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন। অধিক জনসংখ্যার দেশ হয়েও বাংলাদেশ এই বিশাল রোহিঙ্গা শরণার্থীদেরকে দীর্ঘদিন ধরে মানবিক সহযোগিতা দিয়ে যাচ্ছে যা তাকে মুগ্ধ করছে।
তিনি বলেন, রোহিঙ্গা সমস্যা নিয়ে তিনি সব কিছু জানেন এবং জাতিসংঘের যা করণীয় তা তারা করে যাচ্ছেন।
আজকের বাজার:এলকে/এলকে ১০ অক্টোবর ২০১৭