জাতিসংঘ মহাসচিব ২৮ এপ্রিল ইউক্রেন সফরে যাচ্ছেন

জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস আগামী ২৮ এপ্রিল ইউক্রেন সফরে যাচ্ছেন। তার কার্যালয়ের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, জাতিসংঘ প্রধান ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবার এর সঙ্গে ‘গঠনমুলক বৈঠক’ করবেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি তাকে স্বাগত জানাবেন। এ ছাড়া ইউক্রেনীয়দের মানবিক সহায়তার বিষয়ে তিনি জাতিসংঘের কর্মকর্তাদের সাথে আলোচনা করবেন।

এদিকে এর আগের রিপোর্টে বলা হয়েছে, গুতেরেস ২৬ এপ্রিল মস্কো সফরে যাচ্ছেন। তিনি সেখানে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সাথে বৈঠক করবেন। রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন তাকে স্বাগত জানাবেন।

উল্লেখ্য, জাতিসংঘ মহাসচিব এর আগে দ’ুদেশের প্রেসিডেন্টের কাছে স্ব স্ব দেশের রাজধানীতে বৈঠকে বসার অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছেন। খবর-বাসস

আজকের বাজার/আখনূর রহমান