জাতিসংঘ-যুদ্ধ-রাশিয়া-ইউক্রেন-বন্দি

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ইউক্রেনের ২৩০ এবং রাশিয়ার ২৪৮ যুদ্ধবন্দির বিনিময়কে স্বাগত জানিয়েছেন। প্রায় দুই বছর ধরে চলমান এ যুদ্ধের মাঝে এটি ছিল কিয়েভ ও মস্কোর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক যুদ্ধবন্দি বিনিময়। বৃহস্পতিবার জাতিসংঘের একজন মুখপাত্র এ কথা জানিয়েছেন। খবর সিনহুয়ার।
গুতেরেসের সহযোগি মুখপাত্র স্টেফানি ট্রেম্বলে বলেন, এক্ষেত্রে ‘তিনি উভয় পক্ষের প্রচেষ্টার এবং তৃতীয় পক্ষ সংযুক্ত আরব আমিরাতের সহায়তার প্রশংসা করেন যা এমন ইতিবাচক উন্নয়নে অবদান রেখেছে।’
তিনি আরো বলেন, ‘জাতিসংঘ মহাসচিব আশা প্রকাশ করেন যে আরো যুদ্ধবন্দি বিনিময় এবং উত্তেজনা হ্রাসের ক্ষেত্রে এমন ইতিবাচক পদক্ষেপ অনুসরণ করা হবে।