জাতিসংঘ মঙ্গলবার জানিয়েছে, বিশ্বের ৩৬ টিরও বেশি দেশ পৃথিবীর সংঘাতপূর্ণ রাষ্ট্রগুলোতে শান্তি প্রতিষ্ঠায় সহযোগিতা করতে ৪৩ কোটি ৯০ লাখ ডলার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এ কাজের জন্য প্রত্যাশিত দেড়শ’ কোটি ডলারের চেয়ে এ অর্থ অনেক কম। খবর এএফপি’র।
জাতিসংঘের এক বিবৃতিতে বলা হয়, ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক বৈঠকে সদস্য রাষ্ট্রগুলো ‘শান্তি প্রতিষ্ঠায় বিনিয়োগের গুরুত্ব’ প্রতিশ্রুতি ব্যক্ত করে।
বিবৃতিতে বলা হয়, ‘২০২০ সালের তহবিল গ্রহণের পাশাপাশি ৩৯ সদস্য রাষ্ট্র ফান্ডস ২০২০-২০২৪ স্ট্র্যাটেজি সহায়তা দিয়ে শান্তি প্রতিষ্ঠার জন্য ৪৩ কোটি ৯০ লাখ ডলার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে।’
শান্তি প্রতিষ্ঠা বিষয়ক তহবিলের প্রধান মার্ক-অ্যান্ড্রি ফ্রাঙ্কি বলেন, ‘২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত পাঁচ বছরে এ কাজে দেড়শ’ কোটি ডলার প্রয়োজন। ২০০৬ সালে এ তহবিল গঠন করা হয়।
বিগত তিন বছরের বেশি সময়ে এ তহবিল থেকে বিশ্বের ৫১ টি দেশে মোট ৩৫ কোটি ৬০ লাখ ডলার দেয়া হয়েছে।