জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের প্রেসিডেন্ট আব্দুল্লাহ শহিদ বুধবার বলেছেন, তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং সেলফ আইসোলেশনে রয়েছেন। খবর সিনহুয়ার।
শহিদ টুইটার বার্তায় লিখেছেন, ‘আমি আজ কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হয়েছি।’ ওই বার্তায় বলা হয়, ‘আমি বুস্টারসহ উভয় ডোজ টিকা নিয়েছিলাম। করোনাভাইরাসে আক্রান্ত লাখ লাখ মানুষ এবং ভ্যাকসিন গ্রহণের সুযোগ না পাওয়া কোটি কোটি মানুষের জন্য আমার প্রার্থনা রইলো।’