জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১১ নভেম্বরের পরীক্ষা স্থগিত

ঘূর্ণিঝড় বুলবুলের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামীকাল ১১ নভেম্বর, সোমবারের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

রোববার বিশ্ববিদ্যালয়টির প্রধান তথ্য কর্মকর্তা ফয়জুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, সোমবার অনার্স দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে স্থগিত হওয়া পরীক্ষা কবে হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

এর আগে ঘূর্ণিঝড় ‌‌‌‌‌‌‌‘বুলবুল‌’ এর কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শনিবার পরীক্ষাও স্থগিত করেছিল কর্তৃপক্ষ। শনিবার সম্মান দ্বিতীয় বর্ষ এবং এলএলবির পরীক্ষা হওয়ার কথা ছিল।

এদিকে ঘূর্ণিঝড়ের কারণে সোমবারের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা স্থগিত করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের ডেইলি বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ঘূর্ণিঝড়ের কারণে সারাদেশের ১১ নভেম্বর সোমবারের জেএসসি ও জেডিসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

এদিন সকাল ১০টা থেকে জেএসসির বিজ্ঞান ও একই সময় থেকে জেডিসির ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

নতুন সময়সূচির বিষয়ে এম এ খায়ের বলেন, ১১ তারিখের জেএসসির পরীক্ষা ১৩ তারিখে ও জেডিসির পরীক্ষা ১৬ তারিখ সকাল ১০টা থেকে শুরু হবে।

আজকের বাজার/এমএইচ