জাতীয় বিশ্ববিদ্যালয় স্নাতক-সম্মান লিখিত ভর্তি পরীক্ষায় ফিরছে: উপাচার্য

আগামী শিক্ষাবর্ষ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এবং ডিগ্রি মান উন্নয়নে অধিভুক্ত সব প্রতিষ্ঠানে স্নাতক-সম্মানে লিখিত ভর্তি পরীক্ষা নেয়া হবে।

শনিবার বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ৬টি কলেজের ছাত্র-শিক্ষক এবং স্থানীয় সুধিজনদের অংশগ্রহণে গুণগত শিক্ষা এবং ছাত্র-শিক্ষক সম্পর্ক উন্নয়নে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা জানান জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডিগ্রির মান উন্নয়নে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লিংক উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের সিলেবাস সংস্কারের রূপরেখা উল্লেখ করেন তিনি।

উপাচার্য ২০২৫ সালকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বর্ষ হিসেবে ঘোষণা দেন এবং এ প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় দ্রুত গতিতে পরীক্ষাগুলোর আয়োজন করায় আগামী বৎসরের নভেম্বর-ডিসেম্বর নাগাদ এ বিশ্ববিদ্যালয়ের সেশন জট প্রায় ৮০ ভাগ নিয়ন্ত্রণে চলে আসবে। এ ব্যাপারে তিনি শিক্ষক-কর্মকর্তা, ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের সহযোগিতা কামনা করেন।

বিশ্ববিদ্যালয়ের অধীনে সম্মান শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য আইসিটি এবং অন্যান্য সংক্ষিপ্ত টেকনিক্যাল কোর্সের প্রস্তাব করে তিনি বলেন, স্নাতক-সম্মান কোর্সের সঙ্গে যে কোনো একটি টেকনিক্যাল কোর্সে ছাত্র-ছাত্রীদের বাধ্যতামূলকভাবে পড়াশোনা করতে হবে। বিভিন্ন বিষয়ে কলেজ পর্যায়ে টেকনিক্যাল কোর্স পাঠদানে সহযোগিতা করবে জাতীয় বিশ্ববিদ্যালয়।

তিনি বলেন, জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সহযোগিতায় সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে নিহত প্রতিটি শহিদ পরিবারকে ৩ লাখ টাকা অনুদান হিসেবে দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়। শহিদ পরিবারের সদস্যদের অগ্রাধিকার দেয়া হবে চাকরির ক্ষেত্রে। অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব প্রতিষ্ঠানে শহিদ বীর আবু সাঈদ এবং বীর মুগ্ধ’র নামে ভবন এবং নতুন স্থাপনার নামকরণ করা হবে।

তিনি বলেন, এছাড়াও ছাত্র-ছাত্রীদের ক্লাসে উপস্থিতির হার বাড়ানো, এসাইনমেন্ট এবং ইনকোর্সগুলোকে মনিটরিংয়ের আওতায় আনা, শিক্ষকদের প্রশিক্ষণ এবং কলেজের লাইব্রেরিগুলোতে পর্যাপ্ত রেফারেন্স বইয়ের উপস্থিতি নিশ্চিতকরণসহ দেশের সর্বস্তরের কলেজসমূহের ভৌত অবকাঠামো উন্নতিকল্পে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যত রূপরেখা তুলে ধরেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন- গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জি কে এম মোস্তাফিজুর রহমান, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাছানাত আলী এবং বগুড়া জেলা পুলিশ সুপার জেদান আল মূসা।