জাতীয় যুব দিবস উপলক্ষ্যে সাইকেল র‍্যালী অনুষ্ঠিত হয়

১লা’ নভেম্বর,২০২২,মঙ্গলবার,
বিকাল ৪টা,কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রতিবছর জাতীয় যুব দিবস উদযাপিত হয়ে আসছে।
এবারের প্রতিপাদ্য প্রশিক্ষিত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ ও জাতীয় যুব দিবস উপলক্ষ্যে সাইকেল র‍্যালী অনুষ্ঠিত হয়।

জাতীয় যুব দিবস ২০২২ উপলক্ষ্যে সুস্বাস্থ্য জাতি গঠন ও তরুণ সমাজে সামাজিক অবক্ষয় রোধ, ধূমপান ও তামাক বিরোধী সচেতনতা তৈরি এবং সকালের মাঝে দেশপ্রেম উদ্বুদ্ধকরণে”প্রত্যাশা’ মাদক বিরোধী জোট, বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদ
ডাব্লিউ বি. বি. ট্রাস্ট, এইড ফাউন্ডেশন,
সহ দেশের জাতীয় ভিত্তিক ৯টি, সাইক্লিস্ট সংগঠন। কেন্দ্রীয় শহীদ মিনার, যুব সাইকেল র‍্যালীর’ আয়োজন করেছে।
প্রত্যাশা মাদক বিরোধী জোটের, সাধারণ সম্পাদক হেলাল আহমেদ
সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবব রহমান যুব সমাজকে আত্ম নির্ভরশীল হিসাবে গড়ে তুলতে
যুব উন্নয়নঅধিদপ্তর প্রতিষ্ঠা করেন। দেশে যুব সমাজকে তামাক ও নেশামুক্ত রাখতে হলে তামাকজাতদ্রব্য নিয়ন্ত্রণ খুবই জরুরী, এছাড়া যুব ও কিশোরদের ধূমপান থেকে দূরে রাখতে খেলাধূলার প্রতি জোর দিতে হবে
এই জন্য সারা বছর ব্যাপী বিভিন্ন স্থানে নানা ধরণের খেলাধূলার আয়োজন করতে হবে। তার পরে যুব সাইকেল র‍্যালী উদ্বোধন করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের, (অতিরিক্ত সচিব) পাবলিক লাইব্রেরি, মহাপরিচালক, মোঃ আবুবকর সিদ্দিক, মূল প্রবন্ধ পাঠ করেন,
বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের সভাপতি, মো. আমিনুল ইসলাম টুববুস।
আরও উপস্থিত ছিলেন, ন্যাশনাল ইয়ুথ লিডারশীপ ফোরাম এর সভাপতি, এ কে এম নেয়ামত উল্লাহ বাবু
উপস্থাপন করেন ডাব্লিউ বি. বি. ট্রাস্টের, সৈয়দ অনন্য রহমান, বিডি ট্যুরিস্টের গবেষক ও লেখক, রফিকুল ইসলাম, উপস্থাপন করেন সাবেকুন নাহার,
ডাব্লিউ বি. বি. ট্রাস্ট সহ এই র‍্যালীতে দেশের বিভিন্ন সাইকেল সংগঠনের নেতৃবৃন্দরা অংশ নিতে দেখা যায়,
কেন্দ্রীয় শহীদ মিনার দোয়েল চত্বর, টি.এ.সি হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার এসে র‍্যালীটি শেষ করেন।