আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৮৭টিতে প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় পার্টি। বাকি ১৩টি আসনে প্রার্থীদের নাম পরে ঘোষণা করা হবে।
আজ সোমবার সন্ধ্যায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি।
তিনি বলেন, ৩০০ আসনের মধ্যে ২৮৭টির প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে আজ। বাকি ১৩টি আসনে প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে। নির্বাচনে ভোটের পরিবেশ সুষ্ঠু হলে এবং ভোটাররা ভোট দিতে কেন্দ্রে আসলে জাতীয় পার্টি ক্ষমতায় আসবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
জাতীয় পার্টির প্রার্থীদের তালিকা নিম্নে দেয়া হল-