জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান বৃহস্পতিবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, আজ বিকাল ৪টা ৫৫ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
বার্ধক্যজনিত নানা সমস্যায় আক্রান্ত ড. আনিসুজ্জামানকে গত ১০ মে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এর আগে তিনি রাজধানীর ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।