ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বরেছেন, সম্প্রতি দেশে বজ্রপাত বেড়ে গেছে। ঈদের জামাতের সময় ঝড় বৃষ্টিতে বজ্রপাত হলে তা প্রতিরোধ করার জন্য বজ্রপাত প্রতিরোধক যন্ত্র বসানো থাকবে। এতে মুসল্লিরা নির্বিঘ্নে ঈদের জামাত আদায় করতে পারবেন।
বৃহস্পতিবার (১৪ জুন) বেলা ১২টায় জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জাতীয় ঈদগাহ ময়দানে নারী ও পুরুষ মুসল্লি মিলে লক্ষাধিক লোকের নামাজের ব্যবস্থা করা হয়েছে। ঈদগাহ ময়দান ঘিরে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। সেই অনুযায়ী র্যাব, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকেরা মাঠে কাজ করছে।
মুসল্লিদের ওযুর পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে। কেউ পানি পান করতে চাইলে তারও ব্যবস্থা করা হয়েছে। অগ্নিকান্ড ও প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিস প্রস্তুত থাকবে। মুসল্লিদের জরুরী স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে মেডিকেল টিম ঈদগাহে প্রস্তুত থাকবে। কেউ অসুস্থ হলে সাথে সাথে তাকে সেবা দেওয়া হবে।
প্রাকৃতিক দূর্যোগে জাতীয় ঈদগাহের প্রধান জামাত না হলে বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
আরএম/