ড. কামাল হোসেন নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী বৃহস্পতিবারের সংলাপ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছন যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাট।
মঙ্গলবার (৩০ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সাথে বিদায়ী বৈঠক শেষে সাংবাদকিদের এ কথা বলেন মার্কিন দূত।
চলমান রাজনৈতিক অস্থিরতার বিষয়ে সংলাপের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে বার্নিকাট বলেন, ‘আমি আশাবাদী। তবে এ ব্যাপারে বাংলাদেশের জনগণকে সিদ্ধান্ত নিতে হবে।’
তিনি আরও বলেন, গণতান্ত্রিক দেশের নাগরিক হিসেবে আমাদের প্রত্যেক নাগরিকের সরকারের কাছে দাবি করার এবং নেতৃত্ব দেয়ার জন্য যেকোনো ব্যক্তিকে পছন্দ করার অধিকার রয়েছে।
এছাড়াও বেলা ২টা ৩০ মিনিটে ইএমকে সেন্টারে সাংবাদিকদের সাথে ব্রিফিং করার কথা রয়েছে বার্নিকাটের।
আজকের বাজার/এমএইচ