জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন বলেছেন, তাদের জোট দেশের ১৬ কোটি মানুষকে সঙ্গে নিয়ে ১০০ ভাগ ঐক্যবদ্ধ আছে। তবে, তার দল গণফোরামের দু’জন নির্বাচিত সাংসদ জাতীয় সংসদে যোগ দেবেন কিনা সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
ড. কামাল বলেন, ‘আমাদের জাতীয় ঐক্যফ্রন্ট ১০০ ভাগ ঐক্যবদ্ধ আছে। আমাদের ঐক্য আছে দেশের ১৬ কোটি মানুষকে নিয়ে।’
বুধবার রাজধানীর আরামবাগে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গণফোরামের ৫০তম জাতীয় কাউন্সিলের প্রস্তুতি সভায় বক্তব্যকালে তিনি এসব মন্তব্য করেন।
ড. কামাল বলেন, ‘আমি অনেক জায়গা পরিদর্শনে গিয়েছি এবং আমাদের জোটের ঐক্যকে অক্ষুণ্ণ দেখেছি। আগামী দিনেও ঐক্যবদ্ধ শক্তিকে নিয়ে আমরা কাজ করে যাবো।’
তিনি বলেন, তাদের জোটের উদ্দেশ্য হচ্ছে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হওয়া এবং এটিকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দেয়া। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ