ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। গত সপ্তাহে ইউক্রেন এয়ারলাইনের একটি বিমান ভূপাতিতের ঘটনার পর বুধবার তিনি এ আহ্বান জানান।
রুহানি বলেন, জনগণ নিশ্চিত হতে চাচ্ছে যে কর্তৃপক্ষ তাদের প্রতি আন্তরিক, নিষ্ঠাবান ও আস্থাশীল। তিনি সশস্ত্র বাহিনীর প্রতি ক্ষমা চাইতে এবং বিমান ভূপাতিতের বিষয়টি ব্যাখ্যা করারও আহ্বান জানান।
আজকের বাজার/লুৎফর রহমান