দেশের প্রথম সোলার পাওয়ার প্ল্যান্ট থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রোববার থেকে। জামালপুরের সরিষাবাড়ীতে ৩ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এই সৌর বিদ্যুৎ কেন্দ্রটি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার গণভবন থেকে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে দশ উপজেলার শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
এছাড়াও সুনামগঞ্জে ৪০০ কিলোওয়াট ক্ষমতার একটি ফটোভোল্টাইক বিদ্যুৎ কেন্দ্র এবং চট্টগ্রাম ও চাঁপাইনবাবগঞ্জে মোট ৩২৫ মেগাওয়াট ক্ষমতার আরও দুইটি বিদ্যুৎ কেন্দ্রেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
৮ একর জমির উপার গড়ে ওঠা ‘এনগ্রিন সরিষাবাড়ী সোলার প্ল্যান্ট লিমিটেড’ নামক ওই কেন্দ্রকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ওই জমি প্রদান করে। সাড়ে ১১ হাজার সোলার প্যানেল ব্যবহার করে গড়ে তোলা হয়েছে ৩ মেগাওয়াটের এই সৌর বিদ্যুৎ কেন্দ্রে বিনিয়োগ করেছে জার্মানির আইএফই এরিকসেন এজি, বাংলাদেশের কনকর্ড প্রগতি কনসোর্টিয়াম লিমিটেড ও জুপিটার এনার্জি লিমিটেড।
এসময় প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার সুষম উন্নয়নে বিশ্বাসী। যার ফলে দেশের প্রতিটি অঞ্চলের উন্নয়ন সমহারে হচ্ছে।
আগামী এক বছরের মধ্যে এরকম আরও পাঁচটি কেন্দ্র থেকে ৩৩২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা সরকারের রয়েছে বলেও জানান তিনি।
আজকের বাজার:এলকে /এলকে ১০ ডিসেম্বর ২০১৭