‘জাতীয় জাটকা সংরক্ষণ সপ্তাহ’ ১৬ থেকে ২২ মার্চ

পূর্বঘোষিত ‘জাতীয় জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০১৯’ এর তারিখ পরিবর্তন করা হয়েছে।

আগামী ১০ থেকে ১৬ মার্চের পরিবর্তে ইলিশ-অধ্যুষিত ৩৬টি জেলায় ‘জাতীয় জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০১৯’ পালিত হবে আগামী ১৬ থেকে ২২ মার্চ পর্যন্ত। খবর ইউএনবি।

‘কোনো জাল ফেলবো না, জাটকা-ইলিশ ধরবো না’’ শ্লোগান নিয়ে আয়োজিত সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান হবে আগামী ১৬ মার্চ ভোলা জেলার চর ফ্যাশনে। উদ্বোধনের পর সেখানে মৎস্য প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরুর নেতৃত্বে অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য এক নৌ-র‍্যালি।

এর আগে আগামী ১৫ মার্চ সপ্তাহের কর্মসূচি তুলে ধরে মৎস্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে মৎস্য প্রতিমন্ত্রী সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন।

সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে সংশ্লিষ্ট ৩৬টি জেলা-উপজেলায় সচেতনতামূলক ভিডিওচিত্র প্রদর্শন, টিভি, রেডিও ও মোবাইলে প্রচারণা, শিক্ষাপ্রতষ্ঠানসহ ঢাকার বিভিন্ন স্থানে জাটকা সংরক্ষণ আইনের প্রচারের পাশাপাশি জালসহ জাটকা ক্রয়-বিক্রয়, বাজারতজাতের বিরুদ্ধে ব্যাপক পুলিশি অভিযানসহ সংশ্লিষ্ট এলাকাতে ব্যাপক ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে।

সপ্তাহপালনের আওতাভূক্ত জাটকাসমৃদ্ধ ৩৬টি জেলা হচ্ছে- ঢাকা, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, মুন্সীগঞ্জ, নারায়নগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, গোপালগঞ্জ, ভোলা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি, চাঁদপুর, লক্ষীপুর, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার, খুলনা, কুষ্টিয়া, বাগেরহাট, সাতক্ষীরা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, নাটোর, জামালপুর, পাবনা, কুড়িগ্রাম ও গাইবান্ধা।

আজকের বাজার/এমএইচ