জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস ১২ ডিসেম্বর

১২ ডিসেম্বরকে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস হিসেবে ঘোষণা করেছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার তেজগাঁওয়ের কার্যালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের বৈঠক হয়। বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

বৈঠকে শেষে মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, ২০০৮ সালের ১২ ডিসেম্বর আওয়ামী লীগ ডিজিটাল বাংলাদেশের রূপরেখা ঘোষণা করেছিল। সেই হিসেবে এই দিনটিকে জাতীয় দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এছাড়া আজকের এই বৈঠকে বিশ্বের তৃতীয় সৎ রাষ্ট্রপ্রধান হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানানো হয়।

সম্প্রতি পিপলস অ্যান্ড পলিটিকস নামের একটি গবেষণা সংস্থা বিশ্বের পাঁচজন সরকার ও রাষ্ট্রপ্রধানকে চিহ্নিত করেছে, যাদের দুর্নীতি স্পর্শ করেনি, বিদেশে কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই, উল্লেখ করার মতো কোনো সম্পদও নেই। বিশ্বের সবচেয়ে সৎ এই পাঁচজন সরকারপ্রধানের তালিকায় তৃতীয় স্থানে আছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অপরদিকে যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি ও বঙ্গবন্ধু শেখ মুজিরবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক ‘লেবার নিউকামার এমপি অব দ্য ইয়ার’পুরস্কার পাওয়ায় মন্ত্রিসভায় তাকেও অভিনন্দন জানানো হয়।

এছাড়াও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ আইন-২০১৭ এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

আজকের বাজার:এলকে/এলকে ২৭ নভেম্বর ২০১৭