নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন দু-ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক পাণ্ডিয়া। পিঠে চোট পাওয়ার পর ডিসেম্বরে অস্ত্রোপচার হয়েছিল হার্দিকের। তারপরেও হার্দিক এখনও পুরোপুরি ফিট না হওয়াতেই বাদ দেওয়া হল তাঁকে।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজ শুরু হওয়ার আগে হার্দিক ফিটনেস পরীক্ষা দিয়েছিলেন। তখনও ব্যর্থ হয়েছিলেন। টেস্ট সিরিজে হার্দিক প্রত্যাবর্তন করবেন, এমনটাই প্রত্যাশিত ছিল। তবে এখনও পুরোপুরি ফিটনেস অর্জন করতে পারেননি তিনি।
বিসিসিআইয়ের পক্ষ থেকে শনিবার ই-মেল মারফত জানানো হল, এনসিএ-র প্রধান ফিজিও আশিস কৌশিকের সঙ্গে হার্দিক লন্ডন উড়ে গিয়েছেন। সেখানে শল্যচিকিৎসক জেমস অ্যালিবোনের সঙ্গে আলোচনা সারবেন হার্দিকরা। তারপরে হার্দিক এনসিএ-তেই রিহ্যাব সারবেন, যতদিন নি পুরোপুরি ফিট হয়ে উঠতে পারছেন।
চলতি বছরেই বিশ্বকাপ। সেই বিশ্বকাপে হার্দিককে রেখেই টিম ম্যানেজমেন্ট পরিকল্পনা কষছিল। তবে হার্দিকের ফিটনেস সমস্যায় সেই পরিকল্পনায় আপাতত জল ঢেলে দিয়েছে।
এর আগে হার্দিককে নিয়ে মুখ খুলেছিলেন বোর্ড সভাপতি সৌরভ। তিনি মুম্বইয়ে আইপিএলের গর্ভনিং কাউন্সিলের বৈঠকের পরে জানিয়েছিলেন, হার্দিক রঞ্জিতেও আপাতত নামতে পারবে না। কারণ এনসিএ-তে ফিটনেস নিয়ে ব্যস্ত তারকা অলরাউন্ডার। সংবাদসংস্থা আইএএনএস-কে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ বলেছিলেন, “হার্দিক এখনও ফিট নয়। এনসিএ-তে আপাতত প্রস্তুতিতে ব্যস্ত ও। পুরোপুরি ফিট হতে আরও সময় লাগবে।”
গত সেপ্টেম্বরে শেষবার জাতীয় দলের জার্সিতে খেলেছিলেন। তারপরে আর তারকা অলরাউন্ডারকে জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি। বিশ্বকাপের আগে হার্দিক চিন্তায় রেখেছেন টিম ম্যানেজমেন্টকে।
আজকের বাজার/আরিফ