বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র ভারতের লোকসভা নির্বাচনের তিন দিন আগে ইশতেহার ঘোষণা করেছে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপির অন্যান্য নেতারা জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে টানা দ্বিতীয় মেয়াদে পাঁচ বছরের জন্য ক্ষমতায় থাকার আশা প্রকাশ করে নির্বাচনের ইশতেহার ঘোষণা করেন।
অর্থমন্ত্রী অরুন জেটলি বলেন, সরকার ‘অগ্রগতির পথ ত্বরান্বিত করতে চায়’।
তিনি গত ফেব্রুয়ারিতে বিতর্কিত কাশ্মিরে আত্মঘাতি বোমা হামলায় ৪০ জন ভারতীয় সেনা নিহতের পর পাকিস্তানি জঙ্গি ক্যাম্পে ভারতীয় বিমান বাহিনীর হামলার কথা উল্লেখ করেন।
এর আগে গত সপ্তাহে নির্বাচনী ইশতেহার ঘোষণা করে প্রধান বিরোধী দল কংগ্রেস। হিন্দু জাতীয়তাবাদী বিজেপি ‘জাতিকে বিভক্ত’ করতে কাজ করছে বলে অভিযোগ করে দলটি। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ